eaibanglai
Homeএই বাংলায়গয়নার ব্যাগ ছিনতাই, এক ঘণ্টার মধ্যে দুর্গাপুর থেকে ধৃত ৩ দুষ্কৃতী

গয়নার ব্যাগ ছিনতাই, এক ঘণ্টার মধ্যে দুর্গাপুর থেকে ধৃত ৩ দুষ্কৃতী

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- এক ঘণ্টার মধ্যে গয়নার ব্যাগ ছিনতাইয়ের ঘটনার কিনারা করে তিন দুষ্কৃতীকে গ্রেফতার কর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে শিল্পাঞ্চলের মানুষ।

জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ উখরায় অবস্থিত দত্ত জুয়েলার্সের মালিক দয়াময় দত্ত তাঁর গহনার দোকান বন্ধ করে বাইকে বাড়ি ফিরছিলেন। পথে ফরিদপুর থানার অন্তর্গত ইছাপুর এলাকায় ওএনজিসির কাছে দুই দুষ্কৃতকারী একটি বাইকে করে এসে তাঁকে আটকায় ও তাঁর সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুর্গাপুরের দিকে চলে যায়। দয়াময়বাবু জানিয়েছেন ওই ব্যাগে ল্যাপটপ, সোনাগ গয়না ছাড়াও কিছু নগদ টাকাও ছিল। তিনি তৎক্ষণাৎ বিষয়টি ফরিদপুর থানার পুলিশকে জানালে পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে ও আশেপাশের সমস্ত থানাকে বিষয়টি জানিয়ে সতর্ক থাকার নির্দেশ দেয়। পাশাপাশি এলাকার সমস্ত সিসিটিভি দেখে তিন দুষ্কৃতীকে চিহ্নিত করে । এরপরই দুর্গাপুরের রঘুনাথপুর থানা ও আশেপাশের কয়েকটি থানা যৌথভাবে অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে দুটি বাইক ও কিছু সোনার গয়না উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল দুর্গাপুর শ্রমিক নগর কলোনির বাসিন্দা কৃষ্ণ ঘোষ, দুর্গাপুরের হোস্টেল অ্যাভিনিউরের বাসিন্দা সুজন দাস ও রঘুনাথপুর থানা এলাকার বাসিন্দা কিরণ বাউরি।

ধৃত তিনজনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন করে পুলিশ। যদিও বিচারক ৭ দিনেক পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ধৃতদের হেফাজতে নিয়ে সোনার গয়না নগদ টাকা সহ ছিনতাই হওয়া বাকি সামগ্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments