eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে সিপিএম কর্মীকে পুলিশের হুমকি, প্রতিবাদ

দুর্গাপুরে সিপিএম কর্মীকে পুলিশের হুমকি, প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে পুলিশের বিরুদ্ধে সিপিএম কর্মীকে দল ছাড়ার হুমকির অভিযোগ উঠল দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ কর্মীর বিরুদ্ধে। রবিবার বাইক র‌্যালি করে অভিনব উপায়ে প্রতিবাদ দেখাল সিপিএম। পাশাপাশি প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিল সিপিআইএম নেতৃত্ব।

জানা গেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তগর্ত ফুলঝোড় গ্রামের বাসিন্দা সুজয় চন্দ্র। পেশায় অটোচালক সুজয় ও তাঁর পরিবার সিপিএম দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সুজয় দিন কয়েক ধরে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দুর্গাপুরের জনসভার জন্য প্রচার করছিলেন। অভিযোগ এরই মধ্যে গত শুক্রবার সুজয়ের অনুপস্থিতিতে তাঁর বাড়িতে হানা দেন নিউটাউনশিপ থানার এক পুলিশ কর্মী এবং তাঁর মাকে হঁশিয়ারি দিয়ে যায় যাতে তাঁর ছেলে দলীয় প্রচার বন্ধ করে। এমনকি সুজয়কে লাল গেঞ্জি খুলতে হবে বলে হুমকিও দেন ওই পুলিশকর্মী।

এরপরই ঘটনার প্রতিবাদে সরব হয় স্থানীয় সিপিএম নেতৃত্ব। শনিবারই নিউটাউনশিপ থানায় অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সিপিআই কর্মী সুজয় চন্দ। পাশাপাশি এদিন থানার সামনে বিক্ষোভও দেখায় সিপিআইএম কর্মীরা। এরপর রবিবার ওই ঘটনার প্রতিবাদে স্থানীয় সিপিআইএমের নেতৃত্বে একটি বাইক র‌্যালি করা হয়। এমএএমসি টাউনশিপের বিটু বাজার থেকে শুরু হয়ে র‌্যালি শেষ হয় বিধাননগরে।

জেলা সিপিআইএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার এদিন সাফ জানান নিউটাউনশিপ থানার পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে হাইকোর্টের দ্বারস্থ হবেন তাঁরা। অন্যদিকে সিপিআইএমের এই প্রতিবাদ কর্মীসূচিকে হাস্যকর বলে কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি সিপিআইএমের যা অবস্থা তাতে পুলিশ দিয়ে মানুষকে মিছিলে যাওয়া আটকানোর দরকার পড়বে না। যেহেতু মানুষ তাঁদের সঙ্গে নেই তাই এসব করে তাঁরা সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments