eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে কয়লা খাদানের চাল ধসে দুর্ঘটনা

আসানসোলে কয়লা খাদানের চাল ধসে দুর্ঘটনা

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের কুলটিতে বিসিসিএল এর দামাগোড়িয়ার হাজলাপিঠ মাঝিপাড়া সাইডের খোলা মুখ খনিতে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে খবর খাদানের চাল ধসে চাপা পড়েছে প্রায় ২০থেকে ২৫জন। এদিন সকালে দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় কুলটি থানার পুলিশ ও খনি কর্তৃপক্ষ। ঠিক কত জন খনির ভিতরে আটকে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে জানা গেছে এদিন ভোরে ওই খনিতে কয়লা চুরি করতে নেমেছিল ২০-২৫জন। সেই সময় আচমকা ধস নামে ওই ধসে চাপা পড়ে যায় সকলে।

অন‍্যদিকে এদিনের দুর্ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি কোলিয়ারি ম‍্যানেজমেন্ট সিআইএসএফ ও তৃণমূল নেতাদের যোগসাজোশে এলাকায় কোটি কোটি টাকার কয়লার অবৈধ কারবার চলছে। স্থানীয় ১৭ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার লালন মেহেরার দাবি কোনও কর্মসংস্থান না থাকায় এলাকার গরীব মানুষ অবৈধ কয়লা খননের কাজে জড়িয়ে পড়ে। যা থেকে যৎসামান‍্য রোজগার করে। তবে এদের কাজে লাগিয়ে কোটি কোটি টাকার কয়লার অবৈধ কারবার চলে। যদিও কুলটির যুব তৃণমূলের নেতা বিমান দত্ত বিষয়টি নিয়ে খনি কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে দুষেছেন। তিনি বলেন,কয়লা রাস্ট্রীয় সম্পত্তি। তার রক্ষনাবেক্ষনের জন‍্য কেন্দ্রীয় বাহিনী আছে। তারা তাহলে কী করছে? তাঁর পাল্টা দাবি কয়লার অবৈধ কারবার চালাচ্ছে বিজেপিই।

তবে কুলটি এলাকায় আবার যে অবৈধ কয়লার কারবার শুরু হয়েছে এদিনের ঘটনা তা আবার প্রমাণ করে দিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments