সংবাদদাতা,বাঁকুড়াঃ– পঞ্চায়েত নির্বাচনের আগে সোনামুখী ব্লকে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরাল শাসক দল। যেখানে তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ২০০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলো।
প্রসঙ্গত এদিন সোনামুখী ব্লকের কোচডিহিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । আর সেখানেই ২০০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় । যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি এর সভাপতি সোমনাথ মুখার্জী, সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা । বিল্টু ঘোষ নামে এক যোগদানকারী বলেন , বিজেপি একটি ভাওতাবাজি দল, বিজেপি মানুষের জন্য কাজ করে না । আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করে মানুষের জন্য কাজ করব সে কারণেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম । অন্যদিকে বিষ্ণুপুর সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিসি এর সভাপতি সোমনাথ মুখার্জী সাংবাদিকদের মুখোমুখী হয়ে দাবি করেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ অঞ্চলেই বিজেপি সিপিআইএম প্রার্থী দেওয়ার লোক পাবে না ।
এদিকে এদিনের এই যোগদান তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে আরো বেশি মজবুত করবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । অন্যিদকে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব যে চরম অস্বস্তিতে, তা আর বলার অপেক্ষা রাখে না।