সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলের রূপনারায়ানপুর রেলের ওভার ব্রিজে ফাটল। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে ওই ব্রিজের গার্ডওয়াল ভেঙ্গে যায় একটি গাড়ির ধাক্কায়। এরপরই ব্রিজের নীচি বড় বড় ফাটল লক্ষ্য করেন স্থানীয়রা। এমনকি গার্ডওয়াল ভেঙে ব্রিজটি এতটাই দুবর্ল হয়ে পড়েছে যে, যেকোনও ভারী গাড়ি যাতায়াতের সময় কেঁপে উঠছে ব্রিজটি। এছাড়া ওই ব্রিজের উপরেই রয়েছে এগারোশো হাজার ভোল্টের বিদ্যুতের তার। যার উচ্চতাও সামান্য। তাই যেকোনো মুহূর্তে বড় সড় বিপদ ঘটে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।
অন্যদিকে রেল ব্রিজে ফাটল ধরার খবর পেয়ে এদিন সকালেই ঘটনাস্থলে ছুটে যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান। তিনি রেল কর্তৃপক্ষ ও জেলা শাসককে ফোন করে পুরো বিষয়টি জানান। এরপর ঘটনাস্থলে পৌঁছয় রেলের আই.ও.ডাবলু শঙ্কর সাউ সহ রেলের অন্যান্য আধিকারিকগণ এবং তাঁরা ব্রিজটি পরিদর্শন করেন। এরপর স্থানীয় মানুষজনকে আশ্বস্ত করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে যান রেলের আধিকারিকরা।