eaibanglai
Homeএই বাংলায়ফের হাতির হানায় মৃত্যু বাঁকুড়ায়, গুরুতর জখম আরও এক

ফের হাতির হানায় মৃত্যু বাঁকুড়ায়, গুরুতর জখম আরও এক

সংবাদদাতা, বাঁকুড়া :- ফের দাঁতালের আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ায়। তবে এবার হাতির দল কোনও গ্রামে হামলা চালায়নি। বরং জঙ্গলে একটি হাতির দলকে ড্রাইভ করার সময় মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তি হুলা পার্টির সদস্য, নাম গুরুদাস মুর্মু (৫৫) । গুরুতর ভাবে আহত হয়েছেন হুলা পার্টির আরও এক সদস্য । আহত ব্যাক্তির নাম মনীন্দ্র মুর্মু(৪০)। মৃত এবং আহত দুই ব্যাক্তি একই পরিবারের সদস্য বলে জানা গেছে । দুজনেরই বাড়ি বাঁকুড়ার রাণীবাঁধের চালথা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বাঁকুড়া জেলার সোনামুখী রেঞ্জের রপটের রাঙাকুল জঙ্গলে একটি হাতির দলকে খেদিয়ে অন্যত্র সরানোর কাজ চলছিল। সেই সময়ই হঠাৎ হাতির আক্রমণে গুরুদাস মুর্মুর মৃত্যু হয়। প্রসঙ্গত বাঁকুড়ার জঙ্গল লাগোয়া এলাকায় বুনো হাতির তাণ্ডব অব্যাহত । বছরের বেশিরভাগ সময় গজরাজের তাণ্ডবে অতিষ্ট থাকে বাঁকুড়ার জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা । ইতিমধ্যই বাঁকুড়া জেলা জুড়ে একাধিক হাতির হামলায় মৃত্যুর ঘটনা ঘটেছে । পাশাপাশি হাতির হামলায় প্রায়শই ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের জমি থেকে মানুষের ঘর বাড়ি । জঙ্গললাগোয়া গ্রামের বাসিন্দারা চাইছে এর কোনও সুষ্ঠ সমাধান । কিন্তু সেই সমাধান আজও অধরা। অন্যদিকে মৃত এবং আহত ব্যাক্তিদের সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে জানিয়েছে বন দপ্তর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments