eaibanglai
Homeএই বাংলায়ভগ্নপ্রায় স্কুল কক্ষে প্রাণ হাতে নিয়ে পড়ুয়ারা,দিশেহারা অভিভাবকরা

ভগ্নপ্রায় স্কুল কক্ষে প্রাণ হাতে নিয়ে পড়ুয়ারা,দিশেহারা অভিভাবকরা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- ভগ্নপ্রায় স্কুল কক্ষে প্রাণ হাতে নিয়ে পরাশুনা করছে খুদে পড়ুয়ারা। তাতে দিশেহারা অবস্থা অভিভাবকদের। যদিও অভিযোগ বিষয়টি নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই স্কুল শিক্ষা দফতর ও স্থানীয় প্রশাসনের।

ঘটনা বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের চরগোবিন্দপুরের প্রাথমিক বিদ্যালয়ের। যেখানে বর্তমানে পড়ুয়ার সংখ্যা ৪৬ জন। ক্লাসরুমের সংখ্যা দুটি। আর দুটিরই অবস্থা অত্যন্ত শোচনীয়। ক্লাসরুমের ভেতর দিয়ে গাছের শিকড় ঝুলতে ঝুলতে মেঝে ছুঁয়ে ফেলেছে। ক্লাসরুমগুলির দেওয়াল থেকে ছাদ সর্বত্রই বড় বড় ফাটল। ছাদ থেকে ছেড়ে পড়েছে চাঙড়। বর্ষাকালে ছাদ চুঁইয়ে জল গড়িয়ে পড়ে ক্লাসরুমের ভেতরে। অগত্যা সেই ভগ্নপ্রায় ক্লাসরুমের মাঝেই প্রাণ হাতে করে ক্লাস করতে হয় স্কুলের ৪৬ জন পড়ুয়া ও ২ জন শিক্ষককে।

কর্তব্যরত দুই শিক্ষকের দাবি পরিস্থিতির কথা জানিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। যদিও হাল বদলায়নি স্কুলের। স্বাভাবিক ভাবেই সন্তানদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না অভিভাবকরা। এই পরিস্থিতিতে অভিভাবকদের প্রশ্ন বড়সড় কোনও দুর্ঘটনা না ঘটা পর্যন্ত কি ঘুম ভাঙবে না প্রশাসনের? স্থানীয় বিডিও’র কাছে ওই প্রাথমিক স্কুলের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি অবশ্য আশ্বাস দিতে পিছপা হননি। তাঁর দাবি স্কুল সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ করা হবে। এখন এই আশ্বাস কি সত্যি নাকি শুকনো আশ্বাস সেদিকেই তাকিয়ে পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবক সকলেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments