eaibanglai
Homeএই বাংলায়ডিএসপি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক স্বার্থ নিয়ে আলোচনা

ডিএসপি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক স্বার্থ নিয়ে আলোচনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোমবার দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের নতুন কমিটি দুর্গাপুর ইস্পাত কারখানার ইস্পাত ভবনে সংস্থার আধিকারিকদের সাথে দেখা ও আলোচনা করলেন। এনাদের মধ্যে ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানা তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক, সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সহ-সভাপতি দীপঙ্কর লাহা, শেখ আফজাল, আমিনুর রহমান, ও কার্যকরী সদস্যরা।

জানা গেছে এদিন অভিজিৎ ঘটকের নেতৃত্বে তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের নতুন কমিটির সদস্যরা শ্রমিকদের সুরক্ষা, সমকাজে সমবেতন সহ শ্রমিক স্বার্থ জনিত একাধিক সমস্যা নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত মাস কয়েক আগেই দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল একাধিক স্থায়ী ও ঠিকা শ্রমিকের। আর এই শ্রমিক মৃত্যু নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষর বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন এবং শ্রমিকরা। তাই শ্রমিকদের যাতে কোন রকম দুর্ঘটনার কবলে পড়তে না হয়, সেই দাবিও তোলা হয় এদিন।

আলোচনা শেষে এদিন দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক জানান,শ্রমিকদের সুরক্ষার বিষয়ে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেছে কর্তৃপক্ষকে। পাশাপাশি সকল ঠিকা শ্রমিকদের যাতে সঠিক মজুরি দেওয়া হয় সেই দাবিও তোলা হয়। এছাড়াও আলোচনায় তুলে ধরা হয় শ্রমিকদের নানান সমস্যার কথা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments