সংবাদদাতা,আসানসোলঃ– মাইথনের অমর ঝর্ণায় স্নান করতে নেমে দুর্ঘটনার কবলে পড়ল যুবকের দল। জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শুভঙ্কর ভাগত, বয়স ২২ বছর। বাড়ি আসানসোলের গোপালপুরে।
প্রসঙ্গত এদিন বিকেলে গোপালপুর থেকে ছয়জন বন্ধু মিলে মাইথনে বেড়াতে এসেছিল। প্রত্যক্ষদর্শীদের মতে বিকেল সাড়ে চারটা নাগাদ ওই যুবকেরা অমর ঝর্ণায় স্নান করতে নামে। মিনিট পনেরোর মধ্যেই শুভঙ্কর ভাগত ও ধ্রুবজ্যোতি দত্ত নামে এক কিশোর জলে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে অন্য যুবকেরা বাঁশের সাহায্য নিয়ে ধ্রুবজ্যোতিকে উদ্ধার করলেও শুভঙ্কর জলে তলিয়ে যান। কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ ও স্থানীয়রা শুভঙ্করের খোঁজে তল্লাশি শুরু করে। অবশেষে ঘণ্টাখানেক বাদে তাঁর দেহ উদ্ধার হয়।
প্রসঙ্গত প্রতিদিন এই অমর ঝর্ণা প্রাঙ্গণে প্রচুর মানুষের সমাগম হয়। প্রাক বিয়ের শুটিং থেকে শুরু করে সাধারণ পর্যটকরাও দূর দূরান্ত থেকে ছুটে আসেন। কিন্তু এলাকাটি বিপজ্জনক হওয়ায় প্রশাসনের তরফে ঝর্ণা এলাকায় নামতে বারন করে নো এন্ট্রির বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। যদিও তা উপেক্ষা করেই প্রতিদিন বহু মানুষ ফটো তুলতে ও ওই ঝর্ণায় স্নান করতে নামে। মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে। দুর্ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।