নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তের জেরে হাইকোর্টের নির্দেশে একের পর এক চাকরি বাতিলের তালিকা প্রকাশিত হচ্ছে। এরই মধ্যে গত শুক্রবার এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে স্কুলের গ্রপ সি পদে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মতো ৮৪২ জন অযোগ্যের তালিকা প্রকাশ করেছে কমিশন। এবার সেই তালিকায় নাম প্রকাশ হল দুর্গাপুর প্রোজেক্টস্ লিমিটেড ( ডিপিএল ) বয়েজ হাই স্কুলের গ্রুপ সি কর্মী অর্ণব মুখোপাধ্যায়। তিনি আবার পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিএউসির সহ সভাপতির ছেলে।
২০১৭ সালের মার্চে এসএসসি গ্রুপ-সির চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়ে ২০১৮ সালে চাকরি পান তিনি এবং ডিপিএল বয়েজ স্কুলে চাকরিতে যোগ দেন। এরপর সেখানেই গত পাঁচ বছর ধরে চাকরি করছিলেন অর্ণব মুখোপাধ্যায়। কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতি মামালায় হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়াতে হল তাঁকে।
যদিও বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জ্যোতি মিশ্রর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান হাইকোর্টের নির্দেশ সম্বলিত কোনও নোটিশ বা তালিকা তিনি এখনও হাতে পাননি। তবে সে বিষয়ে কোনও নির্দেশ এলে সেই মতো ব্যবস্থা গ্রহন করবেন। যদিও প্রধান শিক্ষিকা জানান অর্ণব মুখোপাধ্যায় নিষ্ঠার সঙ্গে দ্বায়িত্ব পালন করেন, তবে শারীরিক অসুস্থতার জন্য গত শুক্রবার থেকে তিনি বিদ্যালয়ে আসছেন না।
অন্যদিকে প্রথমে অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় তাঁর বাবা অর্থাৎ জেলা আইএনটিটিইউসির সহ সভাপতি সমীর মুখোপাধ্যায়কে প্রভাব খাটিয়ে চারকি পাইয়ে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, উচ্চ বেতনে বেঙ্গালুরুতে আইটি সংস্থায় চাকরি করত তাঁর ছেলে। তিনি চাননি তাঁর ছেলে এই চাকরি করুক।
অবশেষে অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, চাকরি যাওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারছেন না। কারণ তিনি নিয়োগ পরীক্ষায় সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পাশাপাশি এসএসসির সমস্ত পক্রিয়া মেনে চাকরি পেয়েছিলেন। স্কুলের গ্রুপ-সি পদের চাকরির জন্য তিনি কোনো অসৎ উপায় অবলম্বন করেননি। এমনকি বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও দাবি করেন।