eaibanglai
Homeএই বাংলায়বিনামূল্যে স্বাস্থ্যশিবির হলো মেমারিতে

বিনামূল্যে স্বাস্থ্যশিবির হলো মেমারিতে

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,মেমারিঃ- মেমারি শহরের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ এলাকা হলো সোমেশ্বরতলা আটচালা। অনেকদিন আগে শহরের ধনাঢ্য ব্যক্তিদের বাড়ির বাইরে এই আটচালায় বসে কিছু যুবক মেমারিতে প্রথম সার্বজনীন দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেয়। সেই সোমেশ্বরতলা আটচালার সার্বজনীন দুর্গাপুজো দেখতে দেখতে ৭৫ বছর স্পর্শ করতে চলেছে। প্লাটিনাম বছরটি স্মরণীয় করে রাখতে গত ১১ ই মার্চ উদযাপন কমিটির পক্ষ থেকে এলাকাবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

স্বাস্থ্যপরীক্ষা শিবিরে মেডিসিন, চক্ষু, দন্ত, ফিজিওথেরাপি সহ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শিবিরে ৫১ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং ৯২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জানা যাচ্ছে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এলাকায় বৃক্ষরোপন এবং মহালয়ার দিন দুস্থদের মধ্যে বস্ত্রবিতরণ করা হবে।

স্বাস্থ্যপরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন মেমারি গ্রামীন হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ বালা, মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান ও ৭৫ বছর উদযাপন কমিটির সভাপতি সুপ্রিয় সামন্ত সহ এলাকার বহু বিশিষ্ট মানুষ।

পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ৭৫ বছর উদযাপন কমিটির সভাপতি সুপ্রিয় সামন্ত বললেন- সোমেশ্বর তলার ঐতিহ্য প্রবীণরা জানলেও নবীনদের কাছে অজানা। আসন্ন দুর্গাপুজোর সময় নতুন প্রজন্মের কাছে এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হবে। আমরা চাই আগামী প্রজন্ম এর গুরুত্ব উপলব্ধি করুক এবং তার মর্যাদা রক্ষা করার জন্য সচেষ্ট হোক।

অতীতের স্মৃতিরোমন্থন করতে গিয়ে চেয়ারম্যান স্বপন বিষয়ী বললেন – একসময় বিভিন্ন উৎসবে এই আটচালায় বহু যাত্রার আয়োজন হতো। মা-ঠাকুমার হাত ধরে যাত্রা দেখতে যেতাম। অতীতের সেইসব দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উদ্যোক্তাদের কাছে একটি ছোট যাত্রাপালার আয়োজনের জন্য অনুরোধ করেন। নিজে অভিনয় না করলেও এই সময় যাত্রাপ্রেমী স্বপন বাবুকে বেশ উদাস লাগছিল। এছাড়াও এলাকাকে দূষণ মুক্ত করতে তিনি নাগরিকদের কাছে প্লাসটিক ব্যবহার করার বিষয়ে সচেতন হওয়ার জন্য আবেদন করেন।

উদ্যোক্তাদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে মেমারি গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ বালা বললেন-   এলাকার মানুষদের জন্য এইধরনের স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন খুবই প্রশংসনীয় উদ্যোগ। তিনি ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments