সংবাদদাতা,বাঁকুড়াঃ- পুলিশ লেখা গাড়িতে চড়ে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের অভিনেত্রী নেত্রী তথা রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাহাড় প্রমাণ দুর্নীতির জেরে জনগণের তাড়া খাওয়ার ভয়েই পুলিশের গাড়িতে আশ্রয় বলে কটাক্ষ বিরোধীদের।
মঙ্গলবার বাঁকুড়ার মেজিয়ায় দিদির দূত কর্মসূচীতে যোগ দিয়েছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা। এদিন তিনি মেজিয়া ব্লকের ডাং মেজিয়া গ্রামের মন্দিরে পুজো দিয়ে দলের কর্মীদের সঙ্গে নিয়ে মেজিয়া গ্রাম পঞ্চায়েত ও তেওয়ারি ডাঙ্গা এলাকায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। কিন্তু এই পুরো কর্মসূচিতেই তাকে দেখা যায় পুলিশ লেখা একটি গাড়িতে করে ঘুরতে। আর এতেই বিতর্ক দানা বাঁধে। পুলিশের গাড়িতে চড়ে কীভাবে একজন শাসক দলের নেত্রী দলীয় কর্মসূচী করছেন তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। তিনি বলেন, রাজ্যে একের পর এক দুর্নীতি সামনে আসছে। তাতে সাধারণ মানুষ তাঁদের তাড়া করতে পারেন। সেই আশঙ্কাতেই সায়ন্তিকা পুলিশ লেখা গাড়িতে করে দলীয় কর্মসূচী সারছেন। সায়ন্তিকা অবশ্য দাবি করেন, তাঁর বাবা পুলিশে কাজ করতেন। অবসর নিলেও পুলিশ সার্ভিসের সাথে এখনো পরোক্ষে যুক্ত রয়েছেন। এদিন বাবার সেই গাড়িতে করেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি।