eaibanglai
Homeএই বাংলায়টাকার বিনিময়ে এএসপি'তে চাকরি, নেতাকে গাছে বেঁধে রাখল জনতা

টাকার বিনিময়ে এএসপি’তে চাকরি, নেতাকে গাছে বেঁধে রাখল জনতা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এএসপি’তে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি’র এক নেতাকে গাছে বেঁধে রাখল এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের মেনগেট এলাকায়।

প্রসঙ্গত দীর্ঘদিন ধরে এএসপিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আইএনটিইউসি’র কিছু নেতা অস্থায়ী চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন বলে অভিযোগ উঠছে। অভিযোগ মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের বদলে লাক্ষ লাক্ষ টাকার বিনিময়ে বহিরাগতদের ওই চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে। সেই মতো এলাকার বাসিন্দারা বিষয়টির ওপর নজরদারি শুরু করে। এলাকাবাসী জানতে পারে মেনগেট এলাকার এক যুবক আকাশ পাণ্ডে ইস্পাতনগরীর বি-জোনের বাসিন্দা ও এএসপির অস্থায়ী কর্মী তথা আইএনটিইউসি নেতা শান্তনু মুখার্জিকে ২ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে চাকরি যোগাড় করেছেন। মঙ্গলবার সে কাজে যোগ দিতে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে (এএসপি) পৌঁছলে তাকে ধরে গেটপাস কেড়ে নেন স্থানীয়রা ও জিজ্ঞাসাবাদ শুরু করে। স্থানীয়দের দাবি ওই যুবক শান্তনু মুখার্জিকে টাকা দিয়ে চাকরি পাওয়ার বিষয়টি স্বীকার করে নেয়। এরপরই এলাকাবাসী শান্তনু মুখার্জিকে ধরে এনে এলাকার গাছে বেঁধে রাখে। দাবি সেও টাকা নেওয়ার কথা স্বীকার করে নেয়। তবে সে জানায় পার্টি ফাণ্ডের জন্যই ওই টাকা নেওয়া হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে মেনগেট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদপুর ফাঁড়ির পুলিশ গিয়ে অভিযুক্ত নেতাকে আটক করে থানায় নিয়ে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments