নিজস্ব সংবাদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের কড়ুরিয়াডাঙা এলাকায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় মৌন মিছল করল এলাকাবাসী। বিভিন্ন বয়সের প্রায় কয়েক হাজার এলাকাবাসী এদিনের মিছিলে অংশ নেয় এবং মিছিল শেষে মোমবাতি জ্বালিয়ে মৃতদের আত্মার শান্তির উদ্দেশ্যে নীরবতা পালন করে।
প্রসঙ্গত গত রবিবার ভোরে কড়ুরিয়াডাঙার মিলপল্লী এলাকায় ব্য়বসায়ী অমিত মণ্ডল তার স্ত্রী রূপা মণ্ডল, দশ বছরের ছেলে নিমিত কুমার মণ্ডল ও এক বছরের কন্যা সন্তান নিকিতা মণ্ডলের দেহ উদ্ধার হয় তাদেরই বাড়ি থেকে। অভিযোগ মৃত্যুর আগে অমিত মণ্ডল সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি পোষ্ট করে তার মা ও মামা বাড়ির কয়েক জন আত্মীয়ের বিরুদ্ধে মানসিক অত্যাচার ও আর্থিকভাবে প্রতারিত করার অভিযোগ করে। সেই ম্যাসেজ ঘিরে শুরু হয় তোলপার। পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করতে গেলে স্থানীয়রা দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে পুলিশকে বাধা দেয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী। পরে মৃত অমিত মণ্ডলের শ্বশুর বিশ্বম্ভর পাল খুনের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অমিত মণ্ডলের মা বুলারানী মণ্ডল, তার মামাতো দাদা প্রশান্ত নায়েক ও মামাতো বৌদি শীলা নায়েককে গ্রেফতার করে পুলিশ। যদিও বিশ্বম্ভরবাবু ২০ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন। এলাকাবাসী ঘটনার সঠিক তদন্তের পাশাপাশি অভিযুক্ত সকলেরই গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।