eaibanglai
Homeএই বাংলায়প্রধান শিক্ষককে আটকে রেখে তুমুল বিক্ষোভ দুর্গাপুরে, নামল কমব্যাট ফোর্স

প্রধান শিক্ষককে আটকে রেখে তুমুল বিক্ষোভ দুর্গাপুরে, নামল কমব্যাট ফোর্স

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– প্রধান শিক্ষক বিতর্কিত মন্তব্যে করেছেন। এমনই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরারে জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ। বুধবার দুপুর থেকে প্রধান শিক্ষককে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জয়নুল হক এলাকাবাসীদের নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেছেন। শুধু এবারই নয় এর আগেও নাকি তিনি একাধিকবার এলাকাবাসীর নামে বিতর্কিত মন্তব্য করেছেন। বিষয়টি জানিয়ে বহুবার প্রশাসনের দ্বারস্থও হয়েছেন তারা। কিন্তু প্রধান শিক্ষকের শাস্তিও হয়নি এবং তাঁর হুঁশও ফেরেনি। তাই প্রতিবাদে এদিন স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে আটকে রেখে তুমুল বিক্ষোভ শুরু করেন এলাকার মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বের উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় বিদ্যালয়ের পঠন পাঠন। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক জয়নুল হক তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে তাকে মারধর ও হেনস্থার অভিযোগ করেছেন। দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়কে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments