eaibanglai
Homeএই বাংলায়'বিধায়ক নিখোঁজ' হ্যান্ডবিল পোস্টার দিয়ে অভিনব প্রতিবাদ

‘বিধায়ক নিখোঁজ’ হ্যান্ডবিল পোস্টার দিয়ে অভিনব প্রতিবাদ

সংবাদদাতা,আসানসোলঃ– এবার ‘বিধায়ক নিখোঁজ’, হ্যান্ডবিল বিলি করে, পোস্টার সাঁটিয়ে অভিনব প্রতিবাদে নামল আসানসোলের কুলটির তৃণমূল নেতা কর্মীদের একাংশ। কুলটি বিধান সভার বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দারের বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদ।

স্থানীয় তৃণমূল নেতা পূর্ণেন্দু রায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা এদিন কুলটি বিধানসভার নিয়ামতপুর নিউরোড থেকে নিয়ামতপুর মোড় পর্যন্ত বিভিন্ন এলাকায় পোস্টার লাগায় এবং হ্যান্ডবিল বিল বিলি করেন, যাতেলেখা ছিল কুলটির বিধায়ক নিখোঁজ। তৃণমূল নেতারা জানান ভোটে জেতার পর একবার দুবার তাকে দেখা গেছে দেহরক্ষী নিয়ে এলাকায় ঘুরে বেড়াতে। তারপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। মানুষের কোনও আপদে-বিপদে তিনি থাকেন না। এমনকি বহু মানুষের বিধায়কের সই দরকার হয় সে ক্ষেত্রেও তাকে পাওয়া যাচ্ছে না। মানুষজন এসে তৃণমূল নেতাদের সে কথা জানাচ্ছে। তাই বিধায়ককে খুঁজে বার করতেই হবে, প্রয়োজনে আগামীদিনে থানাতেও নিখোঁজের ডাইরি করবেন বলে জানান এলাকার তৃণমূল নেতৃত্ব।

বিষয়টি নিয়ে বিজেপির বিধায়ক অজয় পোদ্দার অবশ্য উল্টে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাকে এলাকায় খুঁজে পাওয়া যায় না বলে দাবি করে সহাস্য মন্তব্য করেন, “তারা আমার নামে পোস্টর লাগাচ্ছে। ভালোই তো। আমার মুখ দেখা যাচ্ছে। তবে আমার নামে পোস্টার না লাগিয়ে তারা তাদের সংসদের নামে পোস্টার লাগাক। কারণ তাকেই আসলে দেখা যায় না।”

প্রসঙ্গত দিন কয়েক আগে এদিনের কর্মসূচিতে অংশ নেওয়া তৃণমূল নেতাদের বঞ্চিত তৃণমূল হিসেবে বৈঠক করতে দেখা গেছিল। সেই বিষয়টি নিয়েও খোঁচা দিতে ছাড়েন নি বিজেপি বিধায়ক। এদিন ডাক্তার পোদ্দার বলেন,”তৃণমূল নেতৃত্বকে বলব যে এই বিক্ষুদ্ধদের কাজ দিন। দলে তাদের গুরুত্ব দেওয়া হোক।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments