নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কারখানায় মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ও টাকার বিনিময়ে অবৈধ শ্রমিক নিয়োগ নিয়ে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হল স্থানীয়রা। বেসরকারি কারখানার গেট বন্ধ করে আন্দোলনে সামিল হলেন মহিলা সহ এলাকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের গোপালপুর শিল্পতালুকের একটি বেসরকারি কারখানায়। তৃণমূল ব্লক সভাপতিকে ঘিরে ধরে চলে তুমুল বিক্ষোভ।
ঘটনার সূত্রপাত প্রায় মাস ১১ আগে। কাঁকসার গোপালুপুর শিল্পতালুকের ওই বেসরকারি কারখানার ভেতর থেকে রহস্যজনকভাবে উদ্ধার হয় কারখানার শ্রমিক তারেশ মন্ডলের দেহ। ওই ঘটনার পর প্রায় বছর ঘুরতে চললেও মৃত ওই শ্রমিকের পরিবার কোনওরকম ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। পাশাপাশি ওই কারখানার নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত শিবদাস মন্ডল যিনি আবার স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা হিসেবে পরিচিত তার বিরুদ্ধেও এদিন সরব হন স্থানীয়রা। অভিযোগ ওই তৃণমূল নেতা প্রভাব খাটিয়ে স্থানীয়দের বঞ্চিত করে টাকার বিনিময়ে বাইরে থেকে শ্রমিক এনে নিয়োগ করছেন। এদিনের বিক্ষোভকে কেন্দ্র করে কারখানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে যান তৃণমূল ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য। কিন্তু তিনি এলাকায় পৌঁছতেই তাকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করেন এলাকার মহিলারা। পরে কাঁকসার থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য এদিন দাবি করেন যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই শিবদাস মন্ডল বর্তমানে তৃণমূল দলের কেউ নন। যদিও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
অপরদিকে যার বিরুদ্ধে অবৈধ নিয়োগের অভিযোগ উঠেছে সেই শিবদাস মন্ডল নামের নিরাপত্তারক্ষী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।