eaibanglai
Homeএই বাংলায়একই দিনে বাজ পড়ে মৃত্যু ১০ জনের

একই দিনে বাজ পড়ে মৃত্যু ১০ জনের

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে বাংলাদেশের চার জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ১০ জনের। জানা গিয়েছে মেঘালয় ও অসম সংলগ্ন বাংলাদেশের উত্তর পূ্র্ব অঞ্চলে চার জেলা- নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলবী বাজারে এই ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে বেশিরভাগজনই চাষি। ঘটনার সময় তাঁরা চাষের জমিতে কাজ করছিলেন। ধান কাটতে গিয়ে ৬ কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরের দিকে ছাতক উপজেলার মহিম মাঞা, বড়কাপন এলাকার আরশ আলি, চরম হাল্লা গ্রামের আবদুস সামাদ জমিতে ধান কাটতে গিয়েছিলেন। তখন আচমকাই বাজ পড়ে তাদের মৃত্যু হয়। এছাড়াও লক্ষিপুর এলাকার চৌদ্দকুড়ি হাওর ও কালাদেউরা হাওরে বাজ পড়ে মৃত্যু হয় আরও ২ জনের। এর পাশাপাশি মৌলভিবাজার জেলায় দুটি জায়াগায় বজ্রপাতে আরও দুজনের মৃত্যু হয়। রবিবার সকালে শ্রীমঙ্গল ও কমলাগঞ্জে ব্যাপক ঝড়বৃষ্টি চালাকালীন বাজ পড়ে মৃত্যু হয় ২ জনের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments