নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় শিল্পাঞ্চল দুর্গাপুরে ক্রমশ বাড়ছে বায়ু দূষণের মাত্রা। যার জের নাজেহাল শহরবাসী। বিশেষত শিশু ও বয়স্কদের মধ্যে দেখা দিচ্ছে ফুসফুসের নানা সমস্যা।
এবার এই বায়ু দূষণের মাত্রা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে দুর্গাপুর নগর নিগম। বাতাসের ধূলিকণার পরিমাণ কমিয়ে বায়ুর দূষণ রুখতে বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে উদ্বোধন করা হলো রাস্তা পরিষ্কারের অত্যাধুনিক চলমান যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে অতি সহজেই রাস্তা পরিষ্কার ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের অধীনে কঠিন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে ৫২ লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক চলমান যন্ত্রটি আনা হয়েছে। ঘন্টায় প্রায় ৫ কিলোমিটার রাস্তা পরিষ্কার করা সম্ভব হবে এই চলমান যন্ত্রের মাধ্যমে বলে দাবি নগর নিগম কর্তৃপক্ষের।
এদিন দুর্গাপুর নগর নিগমের সামনে থেকেই অত্যাধুনিক চলমান রাস্তা পরিষ্কার ও বায়ু দূষণ নিয়ন্ত্রণের যন্ত্রাংশের উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনি জানান, দুর্গাপুর নগর নিগমের লক্ষ্য এলাকাকে স্বচ্ছ রাখার। পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে বাতাসে ধূলিকণার পরিমাণ কমানোও সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।