eaibanglai
Homeএই বাংলায়চুক্তি ভিত্তিক নিয়োগের বিরোধিতায় দেশ জুড়ে পথে নামলো মজদুর সংঘ

চুক্তি ভিত্তিক নিয়োগের বিরোধিতায় দেশ জুড়ে পথে নামলো মজদুর সংঘ

নিজস্ব সংবাদদাতা:– দেশ জুড়ে শিল্প ক্ষেত্রে কন্ট্রাক্টচুয়াল ব্যবস্থা বা চুক্তি ভিত্তিক নিয়োগের বিরোধিতা করে কেন্দ্রীয় শ্রম নীতির সমালোচনা করল ভারতীয় মজদুর সংঘ।সামাজিক নিরাপত্তা, জীবন ধারণের উপযুক্ত মজুরি, জাতীয় শ্রম নীতি প্রণয়ন এবং চুক্তি ভিত্তিক নিয়োগের বিরোধিতা করে সারা দেশে প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে এই মর্মে স্মারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জেলা সংগঠনের পক্ষে বিশ্বনাথ চ্যাটার্জি জানান।তিনি বলেন, প্রয়োজনে জাতীয় শ্রম আইন সংশোধন করে শ্রমজীবী মানুষের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ন্যুনতম মজুরি প্রদানের বন্দোবস্ত সঠিক নয় বলে সংঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভার অধিবেশন থেকে বিকল্প প্রস্তাবে জীবন ধারনের উপযুক্ত মজুরির দাবি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল গুলো শ্রমিক ইউনিয়নের নামে রাজ্যের শ্রমজীবী মানুষকে নিয়ে রাজনীতি করেছে। বেসরকারি শিল্পে মজুরির দাবি করে গোপনে মালিকপক্ষের সঙ্গে বোঝাপড়া করেছে। নিয়োগের দাবিতে আন্দোলন করে দুর্নীতি করছে। সর্বত্র চাকরি বিক্রি করেছে। ইনভেস্টিগেশন এজেন্সি আর মিডিয়ার সৌজন্যে এসব আর কেউ জানতে বাকি নেই। দুর্গাপুরে যেমন স্যুইট-লালটুদের তোলাবাজি আর দৌরাত্ম্য মানুষ দেখেছেন। তেমনি বর্তমান শাসক দলের তরফে প্রত্যেকটি কারখানায় দুই বা ততোধিক গোষ্ঠীকে ট্রেড ইউনিয়ন করার অনুমোদন দিয়ে কার্যত লুটতরাজ চালাচ্ছে। এই আবহমান অনৈতিক শ্রমিক আন্দোলনের স্রোতের বিরুদ্ধে এরাজ্যের শ্রমজীবী মানুষকে সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে মজদুর সংঘ। সারা দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন হিসেবে বিএমএস যে চারটি গুরুত্বপূর্ণ দাবি আজ উত্থাপন করেছে। এরাজ্যের শ্রমজীবী মানুষের কল্যাণেও তা কার্যকর করতে হবে । পশ্চিম বর্ধমান জেলা শাসকের দফতর ও দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ে এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গে সমস্ত জেলায় এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে মজদুর সংঘের প্রাদেশিক কমিটির নেতা অরূপ রায় জানিয়েছেন।

শ্রমিক ইউনিয়নের নামে এক একটি কারখানা ইজারা নিয়ে করে খাবার দিন শেষ। সর্বত্র তোলাবাজি বন্ধ করতে হবে। জেলা সম্পাদক মৃন্ময় ব্যানার্জি এই হুঁশিয়ারি দিয়েছেন। জেলা কমিটির পক্ষে বিশ্বনাথ চ্যাটার্জি, ভাস্কর আচার্য্যি, শিখা মন্ডল এদিন সিটিসেন্টারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। আসানসোলে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয় রাজ্য সম্পাদক উজ্জ্বল মুখার্জির নেতৃত্বে। বার্ণপুর ও আসানসোল অঞ্চলের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এদিনের স্মারক লিপি প্রদান কার্যক্রমে জেলা সংগঠনের তরফে আসানসোল ও দুর্গাপুরে উপস্থিত ছিলেন যথাক্রমে জয়নাথ চৌবে, মহেন্দ্র গুপ্তা, গোবিন্দ মাঝি সহ রেল, ইস্পাত ও খনি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অন্যদিকে সমীর সিংহ রায়, সৈকত চ্যাটার্জি, তাপস নায়ক, মৃগাঙ্ক ব্যানার্জি, ভৈরব বাউরি, তয়ন দাশগুপ্ত, দুলাল ধীবর, বিপুল সাউ, তাপস ভট্টাচার্য, অর্ক রায় সহ অন্যান্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments