সংবাদদাতা,বাঁকুড়াঃ- বরযাত্রী বাসের ছাদে বিদ্যুতের তারে লেগে জখম হলেন তিন জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সারেঙ্গা ফুলবেড়িয়া রাস্তার দাঁড়কিনির কাছে।
ঘটনা প্রসঙ্গে জানা যায় গতকাল রাইপুর ব্লকের ফুলকুশমার চামটা বাইদ এলাকা থেকে বাসে করে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল বরযাত্রীদের একটি দল। আজ সকালে বিয়েবাড়ি থেকে ফিরছিল বরযাত্রী বোঝাই বাস। বাসের ছাদেও অনেকে বসেছিলেন বলে জানা গেছে। পথে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হন বাসের ছাদে বসে থাকা তিনজন বরযাত্রী। তাদের মধ্যে একজন ছিটকে বাসের ছাদ থেকে পড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সারেঙ্গা থানার পুলিশ এবং জখম তিনজনকে উদ্ধার করে সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু চোট গুরুতর হওয়ায় সকলকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।