eaibanglai
Homeএই বাংলায়পশ্চিম বর্ধমান জেলার নাম বদলের দাবিতে আন্দোলনে নামছে বিজেপি

পশ্চিম বর্ধমান জেলার নাম বদলের দাবিতে আন্দোলনে নামছে বিজেপি

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– আসন্ন পঞ্চায়েত ভোট। তার আগে পশ্চিম বর্ধমান জেলার নাম বদলের দাবি জানিয়ে সরব হলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এদিন দুর্গাপুর বিদ্যাসাগর অ্যাভিনিউয়ে বিজেপির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলার নাম আসানসোল – দুর্গাপুর করার দাবি জানান তিনি। পাশাপাশি ২০১৭ সালে দুর্গাপুরে পুরভোটে দলের নির্দেশে সন্ত্রাস করে ভোট লুঠ করেছিলেন বলে স্বীকারোক্তি করে শহরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

এদিন জেলার নাম বদল নিয়ে দাবি জানাতে গিয়ে আসানসোলের প্রাক্তন মেয়র জানান পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার এই নাম বদল ইস্যুতে তারা আন্দোলনে নামবেন। তিনি দাবি করেন জেলার নাম বদল হয়েছিল কলকাতার নেতাদের ইচ্ছেতে। তিনিও সেই সময় শাসক দলেই ছিলেন । অনিচ্ছা সত্ত্বেও দলের অনুগত থাকার কারণেই তখন তিনি বিশেষ কিছু করতে করতে পারেননি বলে দাবি করেন জিতেন্দ্র। তবে একাধিক জায়াগায় জেলার এই নাম বদলের বিষয়টি উত্থাপন করেছিলেন বলেও দাবি করেন আসানসোলের বিজেপি নেতা।

অন্যদিকে ২০১৭ সালে দুর্গাপুর পুরভোটে শাসক দলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগে উঠেছিল। পুরভোটে সবকটি ওয়ার্ড অর্থাৎ ৪৩টি ওয়ার্ডেই জয়লাভ করে শাসক দল। জিতেন্দ্র তিওয়ারি সেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন। তার নেতৃত্বেই বহিরাহতদের এনে সন্ত্রাস করে ভোট লুঠপাটের অভিযোগ করেছিলেন বিরোধীরা। এমনকি আজও সিপিএম নির্বাচনের ওই দিনটি ‘ব্ল্য়াক ডে’ বা ‘কালা দিবস’ হিসেবে পালন করে। এদিন তার দায় নিয়ে এরপ্রকার সেই সন্ত্রাসে শিলমোহর দিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, তৃণমূলে থাকাকালীন অনেক অন্যায় পাপ করতে হয়েছে। তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, জেলা সম্পাদক অভিজিৎ দত্ত সহ অন্যান্য বিজেপি জেলা নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments