eaibanglai
Homeএই বাংলায়কাঁকসার জঙ্গলকে দূষণ ও আবর্জনা মুক্ত করতে উদ্যোগ

কাঁকসার জঙ্গলকে দূষণ ও আবর্জনা মুক্ত করতে উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আমাদের আবাস স্থলকে পরিছন্ন ও দূষণমুক্ত করতে সরকারি বেসরকারি নানাভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারও নানা কর্মসূচি গ্রহণ করে সাফাই অভিযান চালাচ্ছে। এবার অভিনব সাফাই অভিযানের উদ্যোগ নিল কাঁকসা বন দপ্তর। স্থানীয়দের নিয়ে জঙ্গল সাফাই-এ নামালেন বন দপ্তরের কর্মী আধিকারিকরা।

প্রসঙ্গত কাঁকসার জঙ্গল এলাকার মধ্যেই রয়েছে প্রাচীন পর্যটনস্থল দেউল ও শ্যামারুপার মন্দির। অভিযোগ অনেকেই জঙ্গলঘেরা এই পর্যটন স্থল ঘুরতে গিয়ে প্লাস্টিকের নানা সামগ্রী ফেলে আবর্জনায় ভরিয়ে তুলেছে । ফলে একদিকে এর জেরে জেমন পরিবেশ দূষিত হচ্ছে তেমনই জঙ্গলের বন্য প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বনদপ্তরের দাবি আপাতত কাঁকসার জঙ্গলে নীল গাই, ময়ূর, হরিণ, সজারু সহ নানা বন্যপ্রাণী রয়েছে। পর্যটকদের ফেলে যাওয়া আবর্জনার ফলে এই সব প্রাণীরা নিজেদের আবাসস্থল পরিবর্তন করতে পারে বলে আশঙ্কা তেমনই এই আবর্জনা থেকে আগুন লেগে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা গড়ে তুলতে তাদের নিয়েই এদিন সাফাই অভিযান করা হয় বলে জানান বন দপ্তরের আধিকারিক বিশ্বনাথ মুখার্জি । তিনি জানান বেশ কিছু দিন ধরেই জঙ্গল লাগোয়া পর্যটন স্থলগুলি পরিছন্ন রাখার ও মানুষকে সচেতন করার এই কর্মসূচি চলছে। এমনকি জঙ্গলের বন্য প্রাণ বাঁচাতে ও জঙ্গল এলাকে পরিছন্ন রাখতে যত্রতত্র প্লাস্টিকের দ্রব্য ফেললে জরিমানার হুঁশিারিও দেওয়া হচ্ছে। আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলে জানা বনাধিকারিক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments