eaibanglai
Homeএই বাংলায়জলের জন্য হাহাকার,পথ অবরোধ

জলের জন্য হাহাকার,পথ অবরোধ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- জলের আর এক নাম জীবন। কারণ জল ছাড়া জীবন অচল। কিন্তু তীব্র দাবদাহে যখন চারিদিক জ্বলছে তখন জলের জন্য হাহাকার করছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের খাঁড়ারি গ্রাম পঞ্চায়েতের নিরিশা মেটেপাড়ার বাসিন্দারা। অভিযোগে গ্রামে দুটি নলকূপ ও পানীয় জলের কল থাকলেও প্রবল গরমে নলকূপ থেকে জল উঠছে না, আর কল থেকেও জল পড়ছে না। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস সর্বত্র জানিয়েও সমস্যা না মেটায় অগত্যা জলের দাবীতে হাড়ি কলসি নিয়ে পথ অবরোধে সামিল হলেন গ্রামের মানুষ।

জানা গেছে নিরিশা মেটেপাড়ায় নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপ লাইন বসানো হলেও সম্প্রতি তা দিয়ে আর জল মিলছে না। জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে জানা গেছে স্থানীয় ফুলিবেড়িয়ার অদূরে পাইপলাইন ফেটে যাওয়ায় সমস্যা হয়েছে। এদিকে পাইপ লাইনের জল বন্ধ হতেই এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র জলসঙ্কট। গ্রামের দুটি নলকূপ বিকল হয়ে পড়ায় নিরিশা গ্রামের প্রায় দুশোটি পরিবার নাকাল হচ্ছেন পরিবারের পানীয় জলটুকু সংগ্রহ করতে।

এদিন সকাল থেকে ফুলবেড়িয়া গঙ্গাজলঘাটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ অবরোধস্থলে হাজির হলেও নড়ানো যায়নি গ্রামবাসীদের। পরে জনস্বাস্থ্য দফতরের আধিকারিকরা অবরোধস্থলে পৌঁছে দ্রুত পাইপলাইন মেরামতের কাজ করে জল সরবরাহের লিখিত আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। পাশাপাশি যতদিন না পাইপ লাইন মেরামতির কাজ শেষ হচ্ছে ততদিন দৈনিক তিন ট্যাঙ্কার জল পাঠানোর আশ্বাস দেওয়া হয় জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments