নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- প্রতিবছরের মতই যথাযোগ্য মর্য্যাদার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে পালিত হল “দুর্গাপুর রম্যবীণা” আয়োজিত “রবীন্দ্র জন্মোৎসব” ১২,১৩ এবং ১৫ মে,২০২৩ সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত নগরীর দেশবন্ধু ভবন প্রেক্ষাগৃহে। তিন সন্ধ্যাব্যাপী অনুষ্ঠানে একক ভাবে সংগীত পরিবেশন এর মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন- বুদ্ধদেব সেনগুপ্ত, মালা দেব বর্মন, ঋতুকণা ভৌমিক, প্রণব মুখোপাধ্যায়, সুমিতা রাহুত, সৌমী বন্দ্যোপাধ্যায়, শ্রাবয়িতা দে, সুদীপ্তা দাস জানা, বাণী চট্টোপাধ্যায়, আত্রেয়ী ঘোষ, অশেষ মিত্র, কুমকুম বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা সেনগুপ্ত, রিয়া সিংহ, ইন্দ্রানী মুখোপাধ্যায়, মানসী মুখোপাধ্যায়, রিমা ঘোষ, দীনবন্ধু বালিয়াল, পঙ্কজ শ্রীবাস্তব, পারমিতা ভট্টাচার্য, সুস্মিতা ঘোষ,আলপনা বারিক, জোনাকী মজুমদার, শম্পা বন্দ্যোপাধ্যায়, শিশু শিল্পী ঐশী রায়, সপ্তপর্ণা দে ভূমিষ্ঠা মুখোপাধ্যায় প্রমুখ ৪৭ জন শিল্পী। নৃত্য পরিবেশন করেছেন- সুস্মিতা ঘোষ এবং জিনিয়া ঘোষ। আবৃত্তির অনুষ্ঠানে অংশ নিয়েছেন-বিপ্লব মুখোপাধ্যায়,গৌতম চক্রবর্তী, মিতা চৌধুরী, শ্রাবন্তী সাহা, অদৃজা এবং কাঞ্চন মিত্র। ছিল সমবেত সংগীতের অনুষ্ঠানও। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় সমীর রায়, বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব দাস এবং প্রদীপ প্রামাণিকের ভূমিকা ছিল অনবদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগরনিগম এর প্রশাসনিক প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিভিন্ন বিশিষ্টজনেরা।