eaibanglai
Homeএই বাংলায়কয়লা পাচার কাণ্ডে জামিন পেলেন বিকাশ মিশ্র

কয়লা পাচার কাণ্ডে জামিন পেলেন বিকাশ মিশ্র

সংবাদদাতা,আসানসোলঃ- অবশেষে হাইকোর্টের জামিনের শর্ত মেনে জামিন মঞ্জুর হল কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রের। চারদিনের সিবিআই হেফাজতের পর মঙ্গলবার বিকাশ মিশ্রকে ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল। এরপরই শর্তসাপেক্ষে বিকাশ মিশ্রকে জামিন দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। কলকাতা হাই কোর্ট থেকে বিকাশ আগেই জামিন পেয়েছিলেন। সেই শর্তই বজায় রেখে তাঁকে জামিন দেওয়া হল। উল্লেখ্য এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল সিবিআই আদালত। মঙ্গলবার সেই হেফাজতের মেয়াদ শেষ হলে তাঁকে আদালতে তোলা হয়।

প্রসঙ্গত ২০২১-এর ডিসেম্বরে কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু, গ্রেফতারির পর, বেশিরভাগ সময় তিনি হাসপাতালেই ছিলেন। পুলিশ তাকে হেফাজতে পেলেও বিকাশকে হেফাজতে পায়নি সিবিআই। এরই মধ্যে সম্প্রতি হাইকোর্টের নির্দেশে জামিনে ছাড়া পান বিকাশ। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ করে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। গত মাসের ১০ তারিখ সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিকাশকে ৪ দিনের জন্য় হেফাজতে নিতে পারে সিবিআই। কিন্তু তার পর মাসখানেক কেটে গেলেও নানান টালবাহানায় সেই নির্দেশ কার্যকর করা যায়নি। কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিতে পারেনি সিবিআই। এরপর গত শুক্রবার আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে এলে বিচারক রাজেশ চক্রবর্তী তাকে এজলাস থেকেই গ্রেফতারের নির্দেশ দেন ও শীর্ষ আদালতের রায় বহাল রাখেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments