eaibanglai
Homeএই বাংলায়পর পর দুদিনের ঝড়বৃষ্টিতে দুর্গাপুরে অভিষেক ব্যানার্জির সভাস্থল লন্ডভন্ড

পর পর দুদিনের ঝড়বৃষ্টিতে দুর্গাপুরে অভিষেক ব্যানার্জির সভাস্থল লন্ডভন্ড

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোমবারের পর মঙ্গলবার দুপুরে ফের আধঘন্টার ঝড় বৃষ্টিতে দুর্গাপুরে লণ্ডভণ্ড হয়ে গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যনার্জির সভাস্থল। এদিনের ক্ষণিকের ঝড়ে ভেঙে পড়ে তোড়ন, হোডিং-ব্যানার। পাশাপাশি শহরজুড়ে বহু এলাকায় ভেঙে পড়েছে গাছের ডাল। যার জেরে শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পুলিশ প্রশসান তড়িঘড়ি গাছের ডাল সরিয়ে রাস্তা সাফ করার কাজে নামে।

প্রসঙ্গত আজ পশ্চিম বর্ধমান জেলা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নব জোয়ার কর্মসূচির জন্য ব্যানার হোর্ডিংয়ে সাজিয়ে তোলা হয়েছে শিল্প শহরকে। জেলা সফরে এসে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দান যা চিত্রালয় মেলা ময়দান হিসেবে পরিচিত সেখানেই অস্থায়ী তাবুতে রাত্রি যাবন করবেন অভিষেক। পাশাপাশি এই ময়দানেই ৬২ টি পঞ্চায়েত ও সাতটি পঞ্চায়েত সমিতির অধিবেশন হবে। তার জন্য তাবু ও সভামঞ্চে সেজে উঠেছিল মেলা ময়দান। কিন্তু গতকালের কিছুক্ষণের ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কয়েকটি তাবু ও সভাস্থল। তড়িঘড়ি সেসব সারিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছিল তারই মধ্যে মঙ্গলবার দুপুরের ঝড়ে ফের ক্ষতিগ্রস্ত তাবু ও সভাস্থল। তাই ভারাক্রান্ত মনে দলীয় কর্মীরা ফের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments