সংবাদদাতা,আসানসোলঃ– কয়লা পাচার কাণ্ডে ধৃত ইসিএলের প্রাক্তন ডিরেক্টর সুনিল ঝা ও সিআইএসএফ -এর প্রাক্তন ইন্সপেক্টর আনন্দ কুমার সিংকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আগামী ২৯ মে মামলার পরবর্তী শুনানি। সেদিন দুজনকে ফের সিবিআই আদালতে পেশ করতে হবে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার দুজনকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। দফায় দফায় জেরা শেষে সন্ধ্যায় দুজনকেই গ্রেফতার করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য ধৃত দুজন এড়িয়ে যান বলে অভিযোগ। এরপর গত শুক্রবার ইসিএলের প্রাক্তন দুই আধিকারিককে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হলে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই মেয়াদ শেষ হওয়ায় এদিন ফের দুই প্রাক্তন আধিকারিককে আদালতে তোলা হয়।
এদিন ধৃতদের আইনজীবী জামিনের আবেদন করেন । অন্যদিকে সিবিআই এর আইনজীবী আদালতের কাছে জানান ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যা কিছু তথ্য মিলেছে সেই সব কিছুর তদন্ত এখনো শেষ হয়নি। ধৃতরা নিজেদের এলাকায় প্রভাবশালী। জামিন পেলে তদন্ত কাজ প্রভাবিত হতে পারে। দুপক্ষের যুক্তি শোনার পর ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।