eaibanglai
Homeএই বাংলায়দুঃখ থেকে মুক্তি পেতেই ফলোহারিনী কালীপুজো! জানুন নির্ঘন্ট

দুঃখ থেকে মুক্তি পেতেই ফলোহারিনী কালীপুজো! জানুন নির্ঘন্ট

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- মা কালীর সব থেকে গুরুত্বপূর্ণ তিথি হলো ফলহারিনী অমাবস্যা। এই তিথিতে শুদ্ধ চিত্তে এক ভক্ত যদি মায়ের কাছে প্রার্থনা করেন,তাহলে মা অবশ্যই সেই প্রার্থনা পূরণ করেন,ফলহারিণী অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে মায়ের পুজো করলে ভক্তের বিদ্যালাভ ও যশ লাভ ঘটে, ব্যক্তির জীবনে কোন বাধা আসলে সেই বাধা অচিরেই কেটে যায় এবং সাংসারিক ও দাম্পত্য জীবন সুখের হয়।

এই দিন অমাবস্যা তিথির মধ্যে মা কালীর পুজো ভক্তি যুক্ত মনে ভালোভাবে সম্পন্ন করলে মা ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন, ভক্তের জীবনের অশুভ ফল নাশ করে,শুভ ফল এনে দেন। জৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতেই রামকৃষ্ণ পরমহংসদেব তার সহধর্মিনী সারদা দেবীকে দেবী রূপে পুজো করেছিলেন।তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী ফলহারিণী কালীপুজোয় মায়ের আরাধনা করলে ভক্তদের সকল সংকট কেটে যায় দুঃখ দুর্দশা থেকে মুক্তি পায় ভক্তরা।

চলুন জেনে নেওয়া যাক এই বছর ফলহারিণী অমাবস্যার নির্ঘষ্ট- ১৮/৫/২০২৩ রাত ৯ টা ১৫ বৃহস্পতিবার থেকে ১৯/৫/২০২৩ রাত ৮ টা ৪৫ মিনিট পর্যন্ত ফলহারিণী অমাবস্যার তিথি থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments