eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে আয়োজিত হচ্ছে প্রতিথযশা দুই সঙ্গীত শিল্পী জুটির গানের কর্মশালা

দুর্গাপুরে আয়োজিত হচ্ছে প্রতিথযশা দুই সঙ্গীত শিল্পী জুটির গানের কর্মশালা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অনেকেরই নামী শিল্পীর কাছে গান শেখার ইচ্ছে থাকে। কিন্তু সময়-সুযোগের অভাব কিংবা নানা সমস্যার কলকাতায় গিয়ে গান শেখা হয়ে ওঠে না। তাদের জন্য দারুণ এক সুযোগ করে দিতে চলেছে ‘গান মন’। শিল্পশহর দুর্গাপুরে ‘গান মন’ আয়োজন করতে চলেছে একটি মনোজ্ঞ বাংলা গানের কর্মশালা। যেখানে গান শেখানোর দায়িত্বে থাকবেন বাংলা গানের জনপ্রিয় দম্পতি জুটি লোপামুদ্রা মিত্র ও জয় সরকার। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের পার্বণ (মাঙ্গলিক) প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে এই কর্মশালা। ছোট ও বড়দের জন্য আদালা আলাদা ভাবে থাকছে গান শেখার ব্যবস্থা। ছোটদের গান শেখার আসর বসবে আগামী ৯ জুন (বেলা১১ টা থেকে বিকেল ৪টে) ও ১০ জুন(বেলা১১ টা থেকে দুপুর ১টা)। আর বড়রা জনপ্রিয় বাংলা গানের এই জুটির কাছে গান শেখার সুযোগ পাবেন ১০ জুন (দুপুর ২ টো থেকে বিকেল ৪টে) ও ১১ জুন (বেলা ১১ টা থেকে বিকেল ৪টে)। ছোটদের জন্য বয়স সীমা নির্ধারিত করা হয়েছে ৭ থেকে ১৪ বছর পর্যন্ত। অন্যদিকে বড়দের ক্যাটাগরিতে গান শেখার সুযোগ পাবেন ১৫ বছরের ঊর্দ্ধে সকলে।

প্রথিতযশা দুই শিল্পীর কাছ থেকে গানের তালিম ও খুঁটিনাটি শিখতে পারবেন কর্মশালায় যোগদানকারীরা। কী ভাবে গান গাইতে হয়, গান গাওয়ার সময় কোন কোন দিকে খেয়াল রাখতে হয়, সেই সব জানার পাশাপাশি নানা বাদ্যযন্ত্রের সঙ্গে সুর- তাল- গান মিলিয়ে কি ভাবে মঞ্চ মাতাতে হয়, সেই সবও জানতে পারবেন গান প্রেমীরা।

এর ফলে দুর্গাপুর তো বটেই দুর্গাপুর সংলগ্ন রানীগঞ্জ আসানসোল এমনকি সংলগ্ন জেলা বাঁকুড়া বীরভূমের সঙ্গীত প্রেমী ও যারা গান ভালোবাসেন তারা গুণী ও এই প্রখ্যাত শিল্পীদের কাছ থেকে গান শেখার সুযোগ পাবেন ও উপকৃত হবেন। এই কর্মশালা ঘিরে ইতিমধ্যেই উৎসাহিত শহরের সঙ্গীত প্রেমী মানুষজন।

রেজিস্ট্রেশন ফি-২০০০ টাকা। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ নম্বরঃ-9830999324।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments