সংবাদদাতা,আসানসোলঃ- এই তীব্র দাবদাহে যখন পুড়ছে পশ্চিমের জেলাগুলি তখন এই গরমে জলের জন্য হাহাকার করছে আসানসোল পুরনিগমের জামুড়িয়ার বালানপুর অঞ্চলের বাসিন্দারা। এলাকাবাসীর দাবি জলের পাইপ লাইন থাকলেও জল সরবরাহ হচ্ছে না। এদিকে তীব্র গরমে এলাকার সমস্ত কুয়ো পুকুর শুকিয়ে গেছে। ফলে জলের অভাবে নাজেহাল অবস্থা তাদের। বিষয়টি স্থানীয় কাউন্সিলর থেকে প্রশাসন সব জায়গায় জানানো হলেও জলের কোনও ব্যবস্থা কেউ করেননি বলে অভিযোগ। অবশেষে শুক্রবার সকাল থেকে তীব্র গরম উপেক্ষা করে গ্রামের মহিলারা হাড়ি কলসি নিয়ে স্থানীয় পথ অবরোধে সামিল হন।
অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। খবর পয়ে ঘটনাস্থলে ছুটে যায় জামুড়িয়া থানার পুলিশ । প্রায় ঘন্টাখানেক ধরে অবরোধ চলার পর অবশেষে পুলিশ আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেন ক্ষুব্ধ মহিলারা।