সংবাদদাতা,আসানসোলঃ- গরু পাচার কাণ্ডে অন্তর্বর্তিকালীন জামিনের মেয়াদ বাড়ল অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফের। তবে ৪ দিন অন্তর তাকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। যদিও এদিন লতিফের আইনজীবী শেখর কুণ্ডু ৪ দিনের পরিবর্তে ৭ দিনে এক বার করে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আবেদন জানিয়েছিলেন। বিচারক জানান কেস ডায়েরি দেখে রায় দেবেন। এর পর কেস ডায়েরি দেখে বিচারক জানান প্রচুর তথ্য পাওয়া গেছে। উনি জামিনে আছেন সেটাই যথেষ্ট। ৪ দিন অন্তরই তাকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে ১৩ জুন। আপাতত আব্দুল লতিফের কাছে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ রয়েছে। তার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না সিবিআই। সুপ্রিম কোর্টে পরবর্তী সম্ভাব্য শুনানির দিন আগামী ৩ জুলাই।
উল্লেখ্য গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত এই আব্দুল লতিফ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত বছর গরু পাচার মামলায় আসানসোলের বিশেষ আদালতে সিবিআই যে সাপ্লিমেন্টারি (তৃতীয়) চার্জশিট জমা দিয়েছিল, সেখানে লতিফের নাম উল্লেখ করা হয়েছিল। এরপর থেকেই তাকে গ্রেফতার করতে তৎপর হয় সিবিআই। কিন্তু তিনি অধরাই ছিলেন। পাশাপাশি তাকে দিল্লিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এড়িয়ে যান। এরপরই এই মামলায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন লতিফ। শীর্ষ আদালত তাকে রক্ষাকবচ দেয়। তার পরেই আসানসোল আদালতে আত্মসমর্পণ করেন লতিফ এবং ৪ দিন অন্তর সিবিআই দফতরে হাজিরার শর্তে তার জামিন মঞ্জুর করা হয়।
অন্যদিকে আব্দুল লতিফ পলাতক থাকার সময়ই তার নাম জরায় দুর্গাপুর শিল্পাঞ্চলের কয়লা কারবারি রাজু ঝা হত্যা কাণ্ডে। লতিফের গাড়িতে করে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে খুন হন রাজু ঝা। অন্যদিকে তদন্তকারীদের মতে গরু পাচারকাণ্ডে এনামুলের পরই দ্বিতীয় অন্যতম অভিযুক্ত এই আব্দুল লতিফ। এনামুলের গ্রেফতারির পরই গা ঢাকা দিয়েছিলেন তিনি।