eaibanglai
Homeএই বাংলায়মানুষের পাশে 'কলমে তারকেশ্বর' পত্রিকা গোষ্ঠী

মানুষের পাশে ‘কলমে তারকেশ্বর’ পত্রিকা গোষ্ঠী

নীহারিকা মুখার্জ্জী,তারকেশ্বরঃ- গত কয়েকদিন ধরে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলেও হুগলির বেশ কিছু জায়গায় এখনো উত্তাপের ছোঁয়া। তার মধ্যেও তীব্র গরমকে উপেক্ষা করে ক্লান্তিহীনভাবে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন হুগলির তারকেশ্বরের প্রায় দশটি পয়েন্টের ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত কর্মী সহ বিভিন্ন ব্যাঙ্কে কর্মরত আধিকারিকরা। এবার তাদের পাশে দাঁড়ালো ‘কলমে তারকেশ্বর’ পত্রিকা গোষ্ঠী। জলের বোতল ও ওআরএস এর প্যাকেট তুলে দিল শতাধিক কর্মীর হাতে। একইসঙ্গে সকলকে একটি করে ‘কলমে তারকেশ্বর’ মাসিক পত্রিকা উপহার দেওয়া হয়। গরমের সময় এগুলি হাতে পেয়ে তারা খুব খুশি।

তখন সেখানে ‘কলমে তারকেশ্বর’ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক সুপ্রিয় ব্যানার্জী, সহ-সম্পাদক সুমন কোদালী, কার্যকরী সভাপতি প্রবীর নাগা, প্রধান উপদেষ্টা সৌরভ গাঙ্গুলি ও বিশিষ্ট সাহিত্যিক তথা শিক্ষক সুশান্ত পাড়ুই সহ পত্রিকা গোষ্ঠীর অন্যান্য সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাফিক গার্ডের জনৈক কর্মী বললেন – ডিউটি করার সময় আমরা অবশ্যই জলের বোতল ও ওআরএস কাছে রাখি। তারপরও যখন সাধারণ মানুষের কাছ থেকে এগুলো পাই তখন খুব ভাল লাগে। মনে হয় সমাজ তো আমাদের পাশে আছে।

প্রসঙ্গত স্থানীয় কবিদের উৎসাহ দেওয়ার জন্য কাব্যপ্রেমী কয়েকজন যুবকের উৎসাহে সদ্য ‘কলমে তারকেশ্বর’ মাসিক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। লক্ষ্য যাদের কবিতা ডাইরির পাতায় বন্দী হয়ে আছে সেগুলি সবার সামনে এনে সংশ্লিষ্ট কবিদের উৎসাহ দেওয়া। এছাড়া বাংলা ভাষাকে ভারত সরকার স্বীকৃত ধ্রুপদি ভাষা সাহিত্যের মর্যাদা আদায়ের লক্ষ্যে পত্রিকাটির পক্ষ থেকে লিফলেট বিলি করা হয়।

তবে শুধু পত্রিকা প্রকাশ করা নয় পত্রিকা গোষ্ঠীর লক্ষ্য আরও অনেক উঁচুতে। তাদের লক্ষ্য এলাকার দুঃস্থ ছাত্রছাত্রী ও বইপ্রেমী মানুষদের জন্য একটি পাঠাগার তৈরী করা। সেখানে বসে ছাত্রছাত্রীদের সঙ্গে অন্যরাও বই পড়ার সুযোগ পাবে। সাহায্যের ডালি নিয়ে দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকা। পত্রিকা গোষ্ঠীর অন্যতম লক্ষ্য হলো আগামী দিনে দুঃস্থদের জন্য বিনামুল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করা। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে রক্ষা করার জন্য প্রতি বছর এলাকার বিভিন্ন প্রান্তে কমপক্ষে দুই শতাধিক বৃক্ষ রোপণ করা হলো পত্রিকা গোষ্ঠীর আর এক লক্ষ্য।

লক্ষ্য পূরণের জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং যারা প্রতিশ্রুতি দিয়েছেন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে পত্রিকার সম্পাদক সুপ্রিয় ব্যানার্জ্জী বললেন – আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে লক্ষ্য পূরণের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমাদের সৌভাগ্য আমরা চলার পথে ডাক্তার, আইনজীবী, শিক্ষক, কাব্যপ্রেমী ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষদের পাশে পেয়েছি। আগামীদিনে আরও অনেকেই পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সবার সহযোগিতায় আশাকরি আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারব। তাদের এই ছোট্ট পত্রিকাটি কেনার জন্য তিনি এলাকাবাসীর কাছে আবেদন করেন। তার বক্তব্য – এরফলে প্রতি মাসে পত্রিকাটি প্রকাশ করতে তাদের পক্ষে সুবিধা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments