সংবাদদাতা,আসানসোলঃ– প্রতি বছরের মতো এবছরও আসানসোলের সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত শিয়াকুল বেড়িয়া গ্রামে পালিত হলো শহীদ রতন মিশ্র এবং পরেশ মণ্ডলের স্মরণে শহীদ দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবানি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। এদিন তিনি নেতাজি কলোনীতে স্বর্গীয় রতন ও পরেশ শহীদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন করেন। তারপর মাল্যদান করা হয় শিয়াকুল বেড়িয়ায় শহীদ রতন ও পরেশের শহীদ মূর্তিতে। মেয়র ছাড়াও এদিনের শহীদ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং শহীদ পরিবারের সদস্যরা সহ আরো অনেকে।
শহীদ দিবস প্রসঙ্গে বিধায়ক তথা মেয়র বলেন, ১৯৯৩ সালে আজকের দিনে কংগ্রেসের দুই বীর নেতার হত্যার ঘটনায় গোটা বাংলায় আতঙ্কের সৃষ্টি করেছিল। সিপিআই(এম)-এর কিছু হার্মাদ বাহিনীর হাতে হত্যা হতে হয়েছিলো দুই বীর নেতাকে। তাঁদের দেখানো পথে এখনো আমরা চলি থাকি। তাঁদের অবদান কোনোও দিন ভোলা যাবে না। তাই প্রতি বছর আজকের এই দিনটি পালন করা হয়।