এই বাংলায় ওয়েব ডেস্কঃ– রাজ্যে তাপমাত্রা বাড়বে,পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া দফতর। এবার সতর্কতাও দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে ফের রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের জন্যই এই সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দফতর।
তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পয়লা জুন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে গোটা দক্ষিণবঙ্গের জন্যই। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের সব জেলাতেই তাপপ্রবাহ অথবা তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। তাপপ্রবাহ থাকবে পুরুলিয়া ,বাঁকুড়া ,ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। পাশাপাশি উত্তরবঙ্গে তাপপ্রবাহ থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। শনিবার, ৩ জুন তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়।
হাওয়া অফিস জানিয়েছে মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । যার জেরে রাজ্যের উত্তর-পশ্চিমে শুকনো ও গরম হাওয়া বইবে। আগামী ৪-৫ দিনে আরও ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া রাজ্যের বাকি সব জেলাতেই গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। উপকূলের কাছাকাছি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমের জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকার পাশাপাশি কোথাও কোথাও ‘লু’ বইবে।