এই বাংলায় ওয়েব ডেস্কঃ- মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। প্রচন্ড গরমে পুড়ছে বাংলা। জৈষ্ঠ্যের শেষেও তাপপ্রবাহ চলছে একাধিক জেলায়। তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদ এবং আপেক্ষিক আর্দ্রতা, এই দুইয়ের জেরে রীতিমতো নাজেহাল অবস্থা।তবে আবহাওয়া দফতরের মতে বঙ্গে এখনই গরম কমার কোনও লক্ষণ নেই।উল্টে আগামী তিন থেকে চারদিন পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে । এদিকে প্তাহজুড়ে গোটা রাজ্যেই তাপপ্রবাহের পরিস্থিত রয়েছে। শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তাই জ্বালাপোড়া গরম আর প্যাচপেচে ঘামের থেকে আপাতত মুক্তির কোনও আশা নেই বঙ্গবাসীর। আবহাওয়া দফতর জানাচ্ছে, ১০ জুন শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। যদিও তাপপ্রবাহের পূর্বাভাসের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
এই পরিস্থিতিতে বর্ষার আগমনের জন্য চাতকের মতো অপেক্ষা করছে বঙ্গবাসী। এদিকে বর্ষার আগমন নিয়ে কি বলছে হাওয়া অফিস? শুক্রবারের মধ্যে দেশে বর্ষা ঢোকার ইঙ্গিত মিলেছে এবং চলতি সপ্তাহের শেষে মৌসুমি বায়ু পৌঁছে যেতে পারে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও। আবহবিদদের আশা, আগামী সপ্তাহের গোড়ায় বর্ষা ঢুকতে পারে উত্তরবঙ্গেও। কিন্তু পশ্চিম উপকূলের ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ গাঙ্গেয় বঙ্গে বর্ষার বিলম্বিত আগমনে নতুন বাধা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা আবহবিদদের।