eaibanglai
Homeএই বাংলায়আদিবাসীদের ডাকা বাংলা বনধে প্রভাব দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়ায়

আদিবাসীদের ডাকা বাংলা বনধে প্রভাব দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়ায়

সংবাদদাতা, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোলঃ– প্রায় ২৫ টি আদিবাসী গণ সংগঠনের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশানস অব ওয়েস্ট বেঙ্গল’ বৃহস্পতিবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে। কুড়মিদের আন্দোলনের কাছে রাজ্য সরকার নতি স্বীকার করে সিআরআই রিপোর্টে বদল ঘটাতে পারে। আশঙ্কা যার জেরে আদিবাসর তকমা পেয়ে যেতে পারে অ-আদিবাসীরাও। আর এমনটা হলে আদিবাসী ক্ষত্রিয় কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতি হবে। এই অভিযোগ ও আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকে জেলায় জেলায় বনধের সমর্থনে পথ অবরোধ পিকেটিং ও বিক্ষোভে সামিল হয়েছে আদিবাসী সমাজের মানুষজন।

এদিন সকাল থেকেই বনধের প্রভাব দেখায় যায় বাঁকুড়া জেলায়। বাঁকুড়া শহর সংলগ্ন হেভির মোড়ে প্ল্যাকার্ড হাতে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন আদাবাসী সংগঠনের সদস্যরা। একই সঙ্গে তাদের দাবির সমর্থণে স্লোগান দিতে থাকেন তারা। পাশাপাশি ছাতনা ব্লকের খড়বনা মোড়েও পথ অবরোধ কর্মসূচি করে আদিবাসী সংগঠনের সদস্যরা। এছাড়া জঙ্গল মহলের সিমলাপাল নদী ঘাট, লক্ষীসাগর হাটতলা সহ বেশ কিছু জায়গায় রাস্তা আটকে পিকেটিংও শুরু করে বনধ সমর্থনকারীরা।

বাঁকুড়ার পাশাপাশি দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে আদিবাসীদের এই বনধের প্রভাব পড়েছে। এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ দুর্গাপুরের বাঁকুড়া মোড় অবরোধ করে প্রতিবাদে সামিল আদিবাসী সংগঠনের সদস্যরা। যার ফলে ব্যস্ত সময়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর পাশাপাশি দুর্গাপুর থেকে লাউদোহা যাওয়ার রাস্তায় জব্বরপল্লীতেও এদিন পথ অবরোধ করে আদিবাসীরা। যার জেরে ওই পথে সাময়িক ব্যহত হয় যান চলাচল।

এদিন আসানসোলেও বনধের সমর্থনে পথে নামে আদিবাসী সমাজের মানুষজন। আসানসোলের সালানপুর ব্লকের আল্লাডি মোড়ের সিধু কানু মূর্তির সামনে চিত্তরঞ্জন আসানসোল রাস্তা অবরোধ করে,ধামসা মাদল বাজিয়ে পোস্টার ও প্ল‍্যাকার্ড নিয়ে জমায়েত করে বনধ সমর্থনকারীরা। এছড়া কুলটি বিধানসভার নিয়ামতপুর নিউরোড মোড়ে বন্ধের প্রভাব দেখা যায়। এদিন ধামসামাদল বাজিয়ে টহরম থেকে নিউরোড পর্যন্ত মিছিল করে নিয়ামতপুর নিউরোড মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসী সংগঠনের সদস্যরা। অন্যদিকে জামুডিয়ার বোগরাতেও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বনধ সমর্থনকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments