সংবাদদাতা,সিউড়িঃ– দিনে দুপুরে ভরা বাজারে ব্যাঙ্ক ডাকাতি করে চম্পট দিল দুষ্কৃতী দল। ঘটনা বীরভূমের সিউড়ির সভাবাজারের। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল দশটা নাগাদ।
জানা গেছে এদিন সকাল ১০টা নাগাদ সিউড়ির রবীন্দ্রপল্লি এলাকায় স্টেট ব্যাঙ্কের শাখা অফিস সবে খুলেছিল। কর্মীরা সবে ব্যাঙ্কে ঢুকে তাদের কার্জকর্ম শুরু করেছিলেন। সেই সময় আচমকা পাঁচ ছয় জনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কে ঢুকে পড়ে ও কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে শৌচাগারে বন্ধ করে দেয়। এরপর ব্যাঙ্কের ভল্টের তালা ভেঙে লুটপাট চালিয়ে বাজারের মধ্যে দিয়েই চম্পট দেয় তারা। ব্যাঙ্ককর্মীরা জানিয়েছেন দুষ্কৃতীরা প্রত্যেকেই হেলমেট পরেছিল।
ঘটনার খবর পেয়ে ছুটে যায় সিউড়ি থানার পুলিশ। তবে ব্যাঙ্কের সিসিটিভির হার্ড ডিস্ক দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার পরাগ ঘোষ জানান পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে প্রযুক্তিবিদদের সাহায্য নেওয়া হচ্ছে।
অন্যদিকে প্রকাশ্য দিবালোকে এই ডাকাতির ঘটনায় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই।