eaibanglai
Homeউত্তর বাংলামনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু সিপিএম প্রার্থীর

মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু সিপিএম প্রার্থীর

সংবাদদাতা,কোচবিহারঃ- বাড়ি থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বেরিয়ে ছিলেন। কিন্তু মনোনয়নপত্র আর জমা দেওয়া হল না। পথেই মর্মান্তির দুর্ঘটনায় মৃত্যু হল সিপিআইএমের প্রঞ্চায়েত প্রার্থী বছর পঞ্চাশের আয়েশা বিবির। মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে কোচবিহারের মাথাভাঙা মহকুমার বাউদিয়ার বাজার এলাকার শীতলকুচি সড়কে।

এবারের পঞ্চায়েত ভোটে খলিসামারি গ্রামের ১৪৫ নং বুথে সিপিআইএম-এর মনোনীত প্রার্থী ছিলেন আয়েশা বিবি। জানা গেছে সোমবার কিছু ব্যক্তিগত কারণে তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তাই মঙ্গলবার সকালে ছেলের সঙ্গে স্কুটিতে করে শীতলকুচি বিডিও অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন । প্রত্যক্ষদর্শীরা জানান এদিন বেলা বারোটা নাগাদ গোঁসাইরহাটের কাছাকাছি বাউদিয়ার বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই রাস্তার উপরে পড়ে যান, সঙ্গে সঙ্গে একটি ডাম্পার তার মায়ের মাথার উপর দিয়ে চলে যায়। ছেলে আজাদের মাথায় হেলমেট থাকার কারণে তিনি কোনও মতে প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলে মৃত্যু হয় আয়েশা বিবির। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আজাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য শীতলকুচি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটানাস্থলে ছুটে যান শিতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পথ দুর্ঘটনায় মৃত্যুর মামলার রজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ। সিপিআইএমের গোঁসাইরহাট এরিয়া কমিটির জেনারেল সেক্রেটারি শ্রী নারায়ণ বর্মন শোক প্রকাশ করে জানান দল মৃত আয়েশা বিবির পরিবারের পাশে আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments