নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- কেন্দ্রের লাগাতার বঞ্চনার অভিযোগে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুর্গাপুরের বেনাচিতিতে অস্থায়ী ধর্না মঞ্চ করে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় পশ্চিম বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং কর্মীরা।
এদিনের ধর্না মঞ্চ থেকে একশো দিনের কাজের বকেয়া পাওনা মেটানো, জ্বালানি গ্যাসের মূল্য পেট্রোল-ডিজেলের মূল্য কমানোর দাবি সহ একাধিক দাবিতে সরব হন জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীবৃন্দ। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করে এই অপব্যবহার বন্ধের দাবি তোলেন তারা। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একাধিক অভিযোগ সরব হন তারা। দ্রুত দাবি দাওয়া মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেয় মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিনের এই ধর্না কর্মসূচির নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী।