সংবাদদাতা,কাঁকসাঃ– আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রীয় বাহিনীর নজরদাবিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে শীর্ষ আদালত। তাই অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়ার সম্পূর্ণ করতে ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সোমবার কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হল পশ্চিম বর্ধমানের কাঁকসায়।
এদিন দুপুরে কাঁকসার বামুননারা এলাকা জুড়ে রাজ্য পুলিশের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা যৌথভাবে রুট মার্চ চালায়। রুট মার্চের পাশাপাশি এদিন ভোটারদের সঙ্গেও কথা বলেন স্থানীয় পুলিশ আধিকারিকরা। কেউ ভয় দেখাচ্ছে কিনা সেই বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চান তারা। কোনো সমস্যা হলে স্থানীয় পুলিশকে জানানোরও পরামর্শ দেওয়া হয়।
উল্লেখ্য আগামী পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলায় এবারে ৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। ইতিমধ্যে মাত্র ১ কোম্পানি বাহিনী জেলায় পৌঁছেছে। শীঘ্রই আরো ১৯ কোম্পানি বাহিনী জেলায় পৌঁছবে বলে জানা গেছে।