সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল মহকুমার চারটি ব্লকে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে উঠে এসেছে নানা অরাজকতার ছবি। এদিন সকালে রানিগঞ্জ ব্লকের বাঁশড়া জুনিয়ার হাই স্কুলের বুথে গিয়ে দেখা যায় ভোটারদের লম্বা লাইন । শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। তবে রানিগঞ্জ ব্লকের জেমারি পঞ্চায়েতে অশান্তির ছবি ধরা পড়ে। এখানে জেমারি পঞ্চায়েতের অন্তর্গত ২৪৭ নম্বর বুথে বেলিয়া বাথান কমিউনিটি সেন্টারে বিজেপির পোলিং এজেন্টকে তাড়িয়ে দেওয়া ও বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে। এখানে মাত্র একজন কনস্টেবল ছাড়া কোনও পুলিশ কর্মী বা কেন্দ্রীয় বাহিনী চোখে পড়েনি। বেলিয়া বাথান কোড়া পাড়া অঞ্চলের স্থানীয় বাসিন্দারা জানান, এই ভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি হলে তারা ভোট দিতে যাওয়া থেকে বিরত থাকবেন। কারণ বুথে কোনো কেন্দ্রীয় বাহিনী নেই।
অন্যদিকে সালানপুর ব্লকের বেশ কিছু বুথে বিরোধী দলের কোন পোলিং এজেন্ট লক্ষ্য করা যায়নি। সাধারণ মানুষকে ভোটের লাইনে প্রতীক্ষা করতে দেখা গেছে। এই ব্লকে প্রতিটি বুথে রাজ্য পুলিশের একজন করে সশস্ত্র কনস্টেবলকে দেখা গেলেও অধিকাংশ বুথেই চোখে পড়েনি কেন্দ্র বাহিনী। জামুরিয়ার বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ২০৬ ও ২০৭ নম্বর বুথেও কোনো কেন্দ্রীয় বাহিনী চোখে পড়েনি। দুটি বুথে একজন করে মহিলা কনস্টেবলকে দেখা গেছে। সঙ্গে রয়েছেন দুজন সিভিল ভলেন্টিয়ার। যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন প্রিসাইডিং অফিসার।
এদিন সকাল ১১ টা পর্যন্ত বারাবনি ব্লকে ১২.২৩ শতাংশ, জামুড়িয়া ব্লকে ১১.১৪ শতাংশ, রানিগঞ্জ ব্লকে ১২.০৯ শতাংশ ও সালানপুর ব্লকে ১০.৫৫ শতাংশ ভোট পড়েছে।