eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় সকাল থেকেই বিভিন্ন বুথে উত্তেজনা

বাঁকুড়ায় সকাল থেকেই বিভিন্ন বুথে উত্তেজনা

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার জেলার বিভিন্ন ব্লকে সকাল থেকেই ভোট গ্রহণ ঘিরে ছোটখাট অশান্তি ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ে।

এদিন সোনামুখী ব্লকের ধুলাই গ্রাম পঞ্চায়েতের আমশোল বুথে ভোট শুরুর আগেই তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সিপিএম ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের জেরে দুপক্ষের মোট ১৬ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপক্ষেরই দাবী ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গেলে তাদের বের করে দেওয়ার চেষ্টা করে অপরপক্ষ। অন্যদিকে লেগো অঞ্চলের বালিঠা গ্রামে বালিঠ্যা হাইস্কুলে ১৪০ নাম্বার এবং ১৪১ নাম্বার বুথে বিরোধী পোলিং এজেন্টদের বুথ থেকে বার করে দেয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে।

তবে এদিন শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শুশুনিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। ভোটারদের লম্বা লাইনে দাঁড়িয়ে প্রতিক্ষা করতেও দেখা যায়। এই নির্দিষ্ট ভোটকেন্দ্রটিতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোট শান্তিপূর্ণভাবে হলেও ধীর গতিতে ভোট প্রক্রিয়া চলার অভিযোগ করেন স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments