সংবাদদাতা, বাঁকুড়া- ভোট পরবর্তী হিংসায় গতকাল রাত থেকেই উত্তপ্ত বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের শ্রীরামপুর বড়শাল গ্রাম। রাতভর গ্রামে একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়ে নির্বিচারে ভাংচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে গোটা গ্রাম।
জানা গেছে গতকাল গ্রামে ভোটগ্রহণকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের বচসা হয় । সেই বচসা পরে মিটেও যায়। কিন্তু ভোট মিটতেই তৃণমূলের নেতৃত্বে গ্রামে হামলা চালানো হয় বলে অভিযোগ। গ্রামে হামলা করে একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে নির্বিচারে ভাংচুর করা হয়। গুঁড়িয়ে দেওয়া হয় গ্রামের একাধিক বাড়ির টালি ও টিনের চালা। গ্রাম জুড়ে চলে ইট বৃষ্টি। হামলা চলাকালীন বিষয়টি গঙ্গাজলঘাটি থানায় জানানো হলেও হামলাকারীরা গ্রাম ছাড়ার পর পুলিশ পৌঁছয় এবং উল্টে বিজেপি কর্মীদেরই মারধর করে বলে অভিযোগ গ্রামবাসীদের।
অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে গ্রামে এতটাই আতঙ্ক তৈরি হয়েছে এদিন সকাল থেকে গ্রামবাসীরা বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন। ঘটনার পর গ্রামে হাতেগোনা কয়েকজন পুলিশ মোতায়েন করা থাকলেও তাদের উপর ন্যুনতম আস্থা নেই বলেই দাবি গ্রামবাসীদের।
অপরদিকে এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার কড়া নিন্দা করে পুলিশ ও তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। যদিও শ্রীরামপুর বড়শাল গ্রামের ঘটনাটিকে পারিবারিক বিবাদ বলে দাবী করেছে স্থায়ীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।