eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে পথ সারমেয়দের নিয়ে ডগ শো

দুর্গাপুরে পথ সারমেয়দের নিয়ে ডগ শো

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পথ সারমেয়দের নিয়ে ভুল ধারণা ভাঙতে ও সচেতনতার বার্তা দিতে রবিবার দুর্গাপুরে অনুষ্ঠিত হল পথ সারমেয়দের নিয়ে বিশেষ এক প্রদর্শনী বা ডগ শো।

প্রসঙ্গত বর্তমান সময়ে বিদেশি বিভিন্ন প্রজাতির সারমেয়দের দত্তক নেওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। সেখানে অবহেলিত হচ্ছে দেশীয় সারমেয় বা পথ কুকুরেরা। কারণ সাধারণের মধ্যে এই ধারণা প্রচলিত যে বিদেশী সাময়েরদের মতো দেশী বা পথ সারমেয়দের প্রশিক্ষিত করা যায় না। সেই ধারণা ভাঙতেই দুর্গাপুরের সিটি সেন্টারের এক পশুপ্রেমী সংগঠনের উদ্যোগে রবিবার দুর্গাপুরে আয়োজন করা হয়েছিল এক বিশেষ ডগ শোয়ের। ইস্পাত নগরীর নেতাজি ভবনে অনুষ্ঠিত হয় এই বিশেষ শো’টি।

উদ্যোক্তাদের তরফে পশুপ্রেমী সংগঠনের সভাপতি রেশমি আচার্য দাবি করেন জেলায় এই প্রথম পথ সারমেয়দের নিয়ে ডগ শোয়ের আয়োজন করা হল। এবং এই শোয়ের মাধ্যমে সচেতনতার বার্তাও দেওয়া হল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments