সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঘের আতঙ্কে ঘুম উড়েছে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের হাসনডাঙ্গা কামারবেড়িয়া চাকরা ও খিরিগ্রামের বাসিন্দাদের। দারকেশ্বর নদের ঘা ঘেষা এই গ্রামগুলিতে গতকাল রাত থেকে শুরু হয়েছে বাঘের আতঙ্ক। গ্রামবাসীদের দাবি নদীর পাড়ের নরম মাটিতে দেখা গেছে বাঘের একাধিক পায়ের ছাপ। এমনকি রাতের অন্ধকারে একটি বন্য জন্তুকে দেখতে পেয়ে তাড়াও করেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বনদপ্তরে। তবে বন দপ্তরের কর্মীরাও বন্য জন্তুটিকে ধরতে পারেনি। গ্রামের অনেকে ওই বন্যপ্রাণীটিকে ক্যামেরাবন্দিও করেছে। কিন্তু ওই বন্য প্রানীটি বাঘই কিনা তা নিয়ে নিশ্চিৎ নয় বনকর্মীরা।
এদিকে বন্য প্রাণীটি ধরা না পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। কোনও বড়সড় বিদপের আশঙ্কায় দিন গুনছেন এলাকাবাসী। বন দপ্তরের কাছে দ্রুত ওই প্রাণীটিকে ধরার আবেদন জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।