সংবাদদাতা,আসানসোলঃ- সকাল ৮ টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পঞ্চায়েত নির্বাচনের পশ্চিম বর্ধমান জেলার ৮টি ব্লকের ৮টি গণনা কেন্দ্রে গণনা শুরু হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি গননা কেন্দ্রে ত্রিস্তর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গেটের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ডি আই বি। মেটাল ডিটেক্টার দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হয়ে তবেই ভোটের গণনা কর্মী ও পোলিং এজেন্টদের গণনা কেন্দ্রের ভিতরে ঢোকানো হচ্ছে। গণনা কেন্দ্রের বাইরে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক রাজ্য পুলিশ। গণনা কেন্দ্রের আশেপাশে কোন জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এদিন ভোর সাড়ে ছটা নাগাদ খুলে দেওয়া হয় স্ট্রংরুমগুলি।
এত নজরদারি ও কড়া নিরাপত্তা সত্ত্বেও অশান্তির খবর মিলছে একাধিক জায়গা থেকে। আসানসোলের বারাবনির দোমহানি কেলেজোড়া গার্লস হাইস্কুল গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল ও বিজেপির বচসা-হাতাহাতি ঘিরে উত্তেজনা তৈরি হয়। গণনা কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢোকা নিয়ে দুই দলের মধ্যে অশান্তি বাধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ দুপক্ষকে হঠিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।