এই বাংলায় ওয়েব ডেস্ক– কড়া নজরদারিতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রের ভোট গণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে।
রাজ্যে পঞ্চায়েতে মোট আসন- ৬৩,২২৯। পঞ্চায়েত সমিতির আসন- ৯,৭৩০। জেলা পরিষদ আসন- ৯২৮। তবে গণনা হবে ৯১২টি আসনে । কারণ ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে ৮,০০২টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৭,৯৪৪টি আসনে। দু’টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তিনটি আসনে জয়ী সিপিএম। অন্য প্রার্থীরা জয়ী ৫৩টি আসনে। পঞ্চায়েত সমিতিতে ৯,৭৩০ আসনের মধ্যে ৯৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৯৮১টি আসনে। অন্যরা জিতেছে ১০টি আসনে।
তবে গোটা ভোট পর্বের মতোই গণনার দিনও সকাল থেকেই জেলায় জেলায় হিংসার ঘটনা অব্যাহত। মুর্শিদাবাদের শমসেরগঞ্জে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে বোমাবাজির ঘটনায় দু’জন জখম হওয়ার খবর মিলেছে। উত্তর ২৪ পরগনার আমডাঙায় দুই সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। বীরভূমের নানুরে সিপিএম কর্মীদের গণনাকেন্দ্রে যেতে বাধা ও মারধর করার অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে শাসক দলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত গোটা ভোট পর্ব জুড়ে জেলায় জেলায় প্রাণহানি, রক্তপাত, সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুধু ভোটের দিনে রাজ্যে নানা হিংসার ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে । আর গোটা ভোট পর্বে মৃত্যু হয়েছে মোট ৪১ জনের।