সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার শালতোড়ায় বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটল। জানা গেছে আজ শালতোড়ার নেতাজী সেন্টেনারি কলেজে গণনাকেন্দ্রে গণনার সময় বিজেপি শিবিরের পাশে নিজের গাড়ি দাঁড় করিয়ে শিবিরে বসেছিলেন বিধায়ক চন্দনা বাউরী। সেই সময় আচমকা বিজেপির শিবির লক্ষ্য করে ব্যাপক পাথর বৃষ্টি শুরু করে বেশ কিছু দুষ্কৃতী। দুষ্কৃতীদের ছোঁড়া পাথরে আহত হন শিবিরের বেশ কয়েকজন বিজেপি কর্মী। ভাংচুর করা হয় চন্দনা বাউরীর গাড়ি সহ বিজেপি কর্মীদের একাধিক গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছাড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
বিজেপি বিধায়কের অভিযোগ তৃণমূল কর্মীরা পরিকল্পিত ভাবেই বিজেপি শিবিরের উপর এই হামলা চালিয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল নেতা শ্যামল সাঁতরা বলেন, ভোটে প্রার্থী নিয়ে বিজেপির মধ্যে প্রবল অন্তর্কলহের কথা কারও অজানা নয়। প্রবল ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে বিধায়কের সামনে। সেটাকে এখন তৃণমূলের উপর চাপানোর চেষ্টা করছেন চন্দনা বাউড়ি।