সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের কুলটি বিধানসভার আলডি গ্রামে ধসের ঘটনায় আতঙ্ক ছড়াল। এদিন আমচমকা ধসে গ্রামে যাবার রাস্তা দুটি দোকান কমিউনিটি সেন্টার ও মাঠে ফাটল দেখা দেয়। ধসের জেরে ফেটে গেছে জলের লাইন। যার ফলে গ্রামের জলের সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি স্থানীয়দের দাবি ফাটল বেড়েই চলেছে।
স্থানীয়রা জানান এই এলাকা দিয়ে বেঙ্গল কুল আমলে কোলিয়ারির সিম গেছে এছাড়া একটা সময় এলাকায় ব্যাপকভাবে অবৈধ খনন করে কয়লা উত্তোলন করা হয়েছে। যার ফলে ধসপ্রবন এলাকায় পরিণত হয়েছে আলডি গ্রাম। এর আগে গ্রামের মন্দির ও মসজিদ এলাকায় ধস নেমেছিল। এছাড়া এদিন ধসের জেরে যে রাস্তাটিতে ফাটল ধরেছে সেটি গত বছরই তৈরি হয়েছে।
ইসিএলের কাছে অবিলম্বে বিষয়টি নিয়ে তৎপরতা দেখানোর দাবি জানিয়েছে স্থানীয় কাউন্সিলর ও গ্রামবাসীরা।